করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠান

মরহুম আব্দুল করিম পাটওয়ারী সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত

এস এম সোহেল
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বাদ আসর শহরের তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর বড় ছেলে মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। দোয়া পরিচালনা করেন মাও. আব্দুস সালাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সবাই মরহুমের কবর জিয়ারত করেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী একজন সৎ ব্যাক্তি ছিলেন। যিনি চাঁদপুরে পৌরসভায় প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন। মরহুম আব্দুল করিম পাটওয়ারী সৎ ও নিষ্ঠার প্রতীক ছিলেন আমাদের মাঝে। তাঁর কথা স্মরণ করলে সৎ ও যোগ্য ব্যক্তির ছায়া চোখের সামনে ভেসে উঠে। মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত।
বক্তারা আরো বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখেছেন। এই ধরনের মানুষের জন্ম বারবার হওয়া প্রয়োজন। সুন্দর চাঁদপুর বির্নিমাণে গুণীজনদের অনুসরণ প্রয়োজন রয়েছে। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবাও করেছেন। তাঁর মত লোকদের সমাজে অনেক অভাব রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, আবুল খায়ের পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, আইন বিষয় সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মীর্জা জাকির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, মতলব উত্তর পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মো. মাঈনুদিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হেলাল উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, সদর উপজেলা আহ্বায়ক মো. সফিক গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার সিডু, সাংগঠনিক সম্পাদক মো. বাদল গাজীসহ আরো অনেকে।
এছাড়া মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে কামাল হোসেন পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাসুম পাটওয়ারী ও মাসুদ পাটওয়ারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল করিম পাটোয়ারী ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
তিনি পাকিস্তান শাসনামলে ছিলেন বিডি মেম্বার ও এমপি, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালীন সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বাংলাদেশকালীন দায়িত্ব, স্বাধীনতা উত্তর চাঁদপুর মহকুমার অস্থায়ী প্রশাসক ও প্রধান বিচারপতি, এমসিএ, তৎকালীন মহকুমার রিলিফ ও ফুড কমিটির সভাপতি, চাঁদপুর পৌরসভার দুইবারের সফল নির্বাচিত চেয়ারম্যান (১৯৭৩-১৯৮২) ছিলেন, সামাজিক প্রতিনিধি সাবেক মহকুমা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। পরবর্তীতে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্য।
এছাড়া তিনি চাঁদপুর ডায়াবেটিক সমিতির উপদেষ্টা কমিটির সদস্য, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উপদেষ্টা কমিটির সদস্য, চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চীফ ওয়ার্ডেন, চাঁদপুর জেলা কারাগারের অস্থায়ী পরিদর্শক, চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য, কচি-কাঁচার মেলা চাঁদপুরের প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিনিধি, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পাটোয়ারী বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বাসস্ট্যান্ড মসজিদে গোর-এ গরিবাঁ-এর প্রতিষ্ঠাতা, চাঁদপুর আঞ্জুমানে খাদেমুল ইনসানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা (১৯৬৮)।
মরহুম আব্দুল করিম পাটোয়ারী ১৯৪৬ সালে মুসলিম লীগের একজন কর্মী হিসেবে রাজনীতিতে যোগদান, পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলে, আওয়ামী লীগের যোগদান এবং দীর্ঘদিন চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের সহ-সভাপতি, পরবর্তীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন, ভাষা আন্দোলনে চাঁদপুরে সংগঠকের দায়িত্ব পালন করেন।

২২ জানুয়ারি, ২০২৪।