সাগর চৌধুরী
মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে জানিয়েছে, যেসব অঞ্চলে ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ ছিল না সেখানে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করা যাবে। যেসব শহর ও অঞ্চলে ২৪ ঘণ্টা কারফিউ চলমান ছিল সেখানে জরুরি চিকিৎসা সেবা, জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরি ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল ৯টা হতে বিকেল ৫টার মধ্যে বের হওয়া যাবে।
ইতোপূর্বে বড় বড় শহরের মধ্যে যেসব নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্ণরূপে কোয়ারেন্টাইন করা হয়েছিল (আল আজল আস সিহহী আত তাম) সেখানে আগের মতোই ২৪ ঘণ্টা বলবৎ থাকবে। কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবে না। শুধুমাত্র জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত (তামউইনাতে/ বাক্কালা) গ্রোসারিতে এবং জরুরি চিকিৎসার জন্য বের হওয়া যাবে।
দোকানে কেনাকাটার পর ভাউচার (রশিদ) সাথে রাখতে হবে। পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসার সম্মুখীন হলে তা প্রমাণস্বরূপ দেখাতে হবে। স্বাস্থ্য বিষয়ক জরুরি প্রয়োজন হলে ‘৯৯৭’ এ কল করতে পারেন।
রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্বসাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং উমরা বন্ধ থাকবে।
এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১শ’ ৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬শ’ ৩১ জন। মারা গেছে ৬ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১শ’ ৯ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ১শ’ ৫০ জন। দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ হাজার ৬শ’ ৪০ জন।
২১ এপ্রিল, ২০২০।