কল্যাণপুরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে আলোচনা সভা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দাসাদীস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএলসিএ মো. শহিদুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুরহাট ব্র্যাক শাখার জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা সিনিয়র ম্যানেজার মো. আবু আলম, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সফিকুল ইসলাম সফু, সিনিয়র সহ-সভাপতি মো. রাজ্জাক প্রধানীয়া, কল্যাণপুর ওয়ার্ড মেম্বার মো. জলিল মোল্লা, মো. ছালামত খান, মিজানুর রহমান তালুকদার, মো. বাকী উল্ল্যাহ তালুকদার, মো. কাদির প্রধানীয়া, মো. মমিন বেপারী, নারী সদস্য রুমি বেগম, জোসনা বেগম ও নাজমা বেগম।