কুমিল্লায় খুনি মোশতাকের বাড়িতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও, হামলা, ভাঙচুর, প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়ায় অবস্থিত খন্দকার মোশতাক আহমেদের পৈত্রিক বাড়িতে এই ঘেরাও, ভাচুরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যুবলীগ-ছাত্রলীগসহ বিক্ষুব্ধ জনতা। এসময় তারা খন্দকার মোশতাকের বাড়িতে ভাঙচুর চালায় এবং প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে।
এসময় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় তারা বঙ্গবন্ধু খুনি মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্ত করার দাবি জানান। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে। মোশতাকের মরণোত্তর বিচারসহ কবর অপসারণেরও দাবি জানান তারা।
দাউদকান্দি দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
০১ সেপ্টেম্বর, ২০২১।