শরীয়তপুরের কৃতী সন্তান
স্টাফ রিপোর্টার
মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেনকে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত অঙ্গরাজ্য গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির বর্ধিত সভায় সংগঠনকে গতিশীল করার জন্য এক সভায় ঐ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি সুবর্ণ নন্দী তাপসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও লসএন্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের উপদেষ্টা হাসান রেজা খান। উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিবুর রহমান সরোজ, সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী সাদী, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান সাগর, অর্থ বিষয়ক সম্পাদক বিকাশ সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শচীন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক শায়লা বাসার ঝুমা, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অসীম দাম, কার্যকরী কমিটির সদস্য অনির্বান সাহা টিটো, বিপ্লব মুৎসুদ্দা, সুরজিত সিংহ, মো. সায়দুল ইসলাম, তুহিন জামানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক শ্যামল মজুমদার বেশ কিছুদিন যাবৎ সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে দু’টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়ে। ফলে বর্ধিত সভায় তিনি নিজেই আলমগীর হোসেনের নাম প্রস্তাব করেন এবং উপস্থিত সব সদস্যের আলোচনার মাধ্যমে আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এছাড়া সাবেক ছাত্র ও যুব নেতা রাহিব নুর মাহেরকে সাংগঠনিক সম্পাদক (৩) হিসেবে নির্বাচিত করা।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে যে দলীয় দায়িত্ব প্রদান করা হয়েছে সেজন্য আমি বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের ও যুক্তরাষ্ট্র যুবলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, আলমগীর হোসেন সরদার শরীয়তপুর জেলা সখিপুর থানার সম্ভ্রান্ত সরদার বাড়ির সন্তান। তিনি বাংলাদেশে থাকাকালে আওয়ামী লীগের আদর্শের সৈনিক হিসেবে সুপরিচিত ছিলেন।
১৬ নভেম্বর, ২০২০।