গণমাধ্যমের বিকাশে শেখ হাসিনা সরকার কাজ করছে ………ড. সেলিম মাহমুদ


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, গণমাধ্যমের বিকাশের জন্য শেখ হাসিনা সরকার কাজ করছেন। যার কারণে গণ্যমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। পৃথিবীতে এতগুলো সংবাদ চ্যানেল আছে আমার জানা নেই। বাংলাদেশে অনেক প্রেসক্লাব রয়েছে। চাঁদপুর প্রেসক্লাবটি খুবই সুন্দর।
গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডা. দীপু মনি এমপিকে তৎকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তৈরী করা ছিলো প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ আবিস্কার। শিক্ষামন্ত্রী তার যোগ্যতা দিয়ে আজ চাঁদপুরকে দেশের মধ্যে নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছেন। আমার দেখা তাঁর মতো দ্বিতীয় আর কেউ নেই। আওয়ামী লীগের কঠিন সময়ে তিনি রাজনীতিতে এসেছেন। তিনি শুধুমাত্র সফল নয়, একজন যুগান্তকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
সেলিম মাহমুদ বলেন, চাঁদপুরের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ডাঃ দীপু মনি’র যথেষ্ঠ অবদান রয়েছে। চাঁদপুরকে তিনি প্রতিনিধিত্বের জায়গায় নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত ছিলেন।