ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হাইমচরে লম্পট শিক্ষকের লালসার শিকার এসএসসি পরীক্ষার্থী

হাইমচর ব্যুরো :
হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক লম্পট জাকির হোসেন ঐ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন চেষ্টা ও উত্ত্যক্তকরণের বিষয়ে উপজেলাজুড়ে তোলপাড় চলছে। ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের কাছে তদবির করছেন লম্পট শিক্ষক ও তার পক্ষ অবলম্বনকারীরা। লম্পট শিক্ষকের মোবাইলে কথোপকথন রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, লম্পট শিক্ষক তার বিদ্যালয়ে চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে দীর্ঘ দিন থেকে উত্ত্যক্ত, অশ্লীল ও অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। শ্রেণিকক্ষে পাঠদানের বাইরে একান্তে পাওয়ার জন্য ঐ ছাত্রীকে নানা সময়ে হেনস্থা করে যাচ্ছেন। লম্পটের হাত থেকে ভুক্তভোগী শিক্ষার্থী বাঁচার জন্য বিষয়টি তার পরিবার ও সহপাঠীদের জানান। লম্পট শিক্ষক শিক্ষার্থীর সাথে অনৈতিক প্রস্তাবের পাশাপাশি মোবাইল ফোনেও অশ্লীল প্রস্তাব করে। ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বর্তমানে চরম নিরাপত্বাহীনতায় ভুগছেন। লম্পট শিক্ষকের অনৈতিক কর্মকা-ে ঐ শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন ব্যক্তি জীবনে মাদক সেবন, আপন খালার সাথে বিবাহ বন্ধনসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় হাইমচর উপজেলায় বিতর্কিত শিক্ষক হিসেবে চিহ্নিত। মাদক এবং পরনারী আসক্তি তার দীর্ঘদিনের, লম্পটকে শোধরানোর জন্য পরিবার থেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠালেও তার পরিবর্তন হয়নি, উপজেলার গন্ডামারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল।
অভিযোগের বিষয়ে জাকির হোসেন কোন কিছু বলতে অস্বীকার করে বলেন, বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে একটি সভা হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী, আপনারা সামাজিকভাবে যে বিচার করবেন আমি মেনে নেবো। বিষয়টি নিয়ে আমার মানসমম্মান নষ্ট না করার জন্য অনুরোধ করছি।
দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর। আমরা এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করবো।
শিক্ষক নামের কলংক লম্পটের ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহল জোর তদবির শুরু করেছে। তদবিরের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার চরম আতংকে দিন পার করছে। লজ্জা, ভয় এবং সংকায় ঐ পরিবারটি নিজেদের গুটিয়ে রেখেছে।