চরভৈরবী ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা

হাইমচর ব্যুরো :
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চরভৈরবী লঞ্চ ঘাট মাঠে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না। সংলাপের নামে কালক্ষেপণ করে সরকার আবারো একদলীয় নির্বাচনের দিকে হেঁটে যাচ্ছে। কোন অবস্থাতেই বাংলার মাটিতে তাদের সেই অশুভ স্বপ্ন সফল হবে না।
তিনি আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হাইমচর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এক ও অভিন্ন। তিনি আগামি নির্বাচনের আগেই ৭ দফা দাবি মেনে নিয়ে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান।
ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, হাইমচর উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন।
বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু, যুবদল সভাপতি কাজি আনোয়ার হোসেন ভুট্টু, সাধার সম্পাদক দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদল সহসভাপতি অপু পাটওয়ারী, নাছির আখন, রাসেল হোসেন, ফিরোজ আলম, যুগ্ম-সম্পাদক মিলাদ মাঝি, রায়হান হোসেন বাবু, সবুজ মিয়া প্রমুখ।