চাঁদপুরের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ পিএইচডি, সর্বনিম্ন অক্ষরজ্ঞান

৫ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে

ইল্শেপাড় রিপোর্ট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামায় দেখানো শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ পিএইচডি এবং সর্বনি¤œ শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞান সম্পন্ন। আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট। নির্বাচনের উভয় জোটের প্রার্থীসহ অন্তঃত অর্ধ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামি ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
চাঁদপুরের ৫টি আসনে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ৫১ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করেন। চাঁদপুরের ৫টি আসনের ৫৯ প্রার্থীর কাগজ-পত্র পর্যালোচনা করে ৫১ জন প্রার্থীর কাগজ-পত্র ঠিক থাকায় বৈধ বলে ঘোষণা করা হয়। বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্রে অসম্পূর্ণ কাগজ-পত্র হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ১ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৪ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচন কমিশনে তাদের আপিল করেছেন। এদের মধ্যে কেউ কেউ প্রার্থীরা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।
চাঁদপুরে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া প্রার্থীরা হলেনঃ চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশারফ হোসেন। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন নসু, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. সালেহ ও আবুল কালাম আজাদ। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এলডিপি’র মনোনীত প্রার্থী নেয়ামুল বশির ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খোরশেদ আলম খুশু।
জেলার ৫টি নির্বাচনী আসনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীতা যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসন ঃ ড. আনম এহছানুল হক মিলন- পিএইচডি (বিএনপি), ড. মহীউদ্দীন খান আলমগীর- পিএইচডি (আ.লীগ), মো. গোলাম হোসেন- এমএসএস (আ.লীগ), মো. জোবায়ের আহমেদ- কামিল, নাজমুন নাহার বেবি- বিএসএস (বিএনপি), মোহাম্মদ মোশারফ হোসেন- এইচএসসি (বিএনপি), মো. নুরুল আলম মজুমদার- কামিল, একেএসএস সহিদুল ইসলাম- এমবিবিএস, মো. আজাদ হোসেন- বিএফএ ও মো. ইমদাদুল হক- বিকম।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন ঃ নুরুল আলম লিটন- এসএসসি, তানভির হুদা-এমবিএ (বিএনপি), এম আফসার উদ্দিন- দাওরায় হাদিস, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী- এমএ, এলএলবি (আ.লীগ), জালাল উদ্দিন- বিএসসি (বিএনপি), নূরুল আমিন-এমএসএস, এলএলবি (আ.লীগ), মনির হোসেন চৌধুরী- এইচএসসি ও এমরান হোসেন মিয়া- এসএসসি।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন ঃ মো. জয়নাল আবেদিন শেখ- বিকম, শেখ ফরিদ আহমেদ মনিক- ¯œাতক (বিএনপি), ডা. দীপু মনি- এমবিবিএস, এলএলএম (আ.লীগ), শাহজাহান তালুকদার- এইচএসসি, মো. ফজুলুল হক সরকার- এমএ, এলএলবি, মো. আজিজুর রহমান -এসএসসি, এএসএম আলম- স্বশিক্ষিত, সেলিম আকবর- বিএ,বিএড, রাশেদা বেগম হীরা- এমএ, এমফিল (বিএনপি), দেওয়ান কামরুননেছা- বিএড, আবু জাফর মো. মাইনুদ্দিন-কামিল ও মো. মিজানুর রহমান- ফাজিল।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন ঃ মো. মাহবুবুর রহমান ভূইয়া- দাখিল, বাচ্চু মিয়া ভাষানী-অক্ষরজ্ঞান সম্পন্ন, গোলাম মাহমুদ ভূইয়া মানিক- এমএ, মো. মাইনুল ইসলাম- এমকম, মুকবুল হোসাইন- দাওরায় হাদিস, এম আনিছুজ্জামান ভূইয়া রান- ডিপ্লোমা, দেলওয়ার হোসেন- এমকম, ড. শামছুল হক ভূইয়া- পিএইচডি (আ.লীগ), কে এম রফিকুল ইসলাম-এমএসএস, মোহাম্মদ শফিকুর রহমান- এমএ (আ.লীগ), মো. জাহিদুল ইসলাম- এলএলবি, আবদুল হান্নান- এমবিএ (বিএনপি) ও ড. মো. শাহজাহান- পিএইচডি (জাতীয় ঐক্যফ্রন্ট)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন ঃ মো. শাহদাত হোসেন- হাফেজ, সৈয়দ বাহাদুর শাহ- ফাজিল, মো. ওবায়েদ মোল্লা- স্বশিক্ষিত, আবু সুফিয়ান আল কাদরী- স্বশিক্ষিত, এমএ মতিন- স্বশিক্ষিত (বিএনপি), মনির হোসেন মজুমদার- এসএসসি, মো. মমিনুল হক- ডিপ্লোমা (বিএনপি), মেজর (অব) রফিকুল ইসলাম- বিএসসি (আ.লীগ) ও মো. নেয়ামুল বশির- পিএইচডি।