স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সংগীত শিল্পী তাহমিনা হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে থেকে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যাভিনেতা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ।
তিনি জানান, তাহমিনা হারুন সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাগাদী রোডস্থ মধ্য ইচলী বেপারী বাড়িতে অসুস্থ হন। দ্রুত তাকে প্রথমে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবারো প্রিমিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাহমিনা হারুনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় প্রথমে হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাহমিনা হারুনকে উন্নত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
২৩ ডিসেম্বর, ২০২০।