স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় করোনায় মোট ১শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩,৬২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৯৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৭২ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন। গত ২৪ ঘণ্টায় একদিনে আরো ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় জেলায় মোট ১০৩ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ৩৬ জন, হাজীগঞ্জে ১৮ জন, ফরিদগঞ্জে ১৫ জন, মতলব উত্তরে ১১জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দিনভর সারা জেলায় ২২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫৯ জন করোনায় আক্রান্ত, বাকি ১৬৬ জনের রিপোর্ট নেগেটিভ।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৫ জন, হাজীগঞ্জের ৬ জন, ফরিদগঞ্জে ১২ জন ও হাইমচরের ১জন।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩,৬২৭ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১,৬৭২ জন, ফরিদগঞ্জে ৩৮২ জন, মতলব দক্ষিণে ৩৪৭ জন, হাজীগঞ্জে ৩৩৫ জন, শাহরাস্তিতে ৩০১ জন, মতলব উত্তরে ২৫৭ জন, হাইমচরে ১৯৯ জন ও কচুয়ায় ১২৫জন।
উল্লেখ্য, শনিরাত রাতে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছিল ওই দিন সারা জেলায় ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে রোববার প্রকাশিত চূড়ান্ত হিসেবে বলা হয়- শনিবার দিনভর মোট ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
১৩ এপ্রিল, ২০২১।