স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাইকার কোভিড-১৯ সম্পর্কে বিভিন্ন পেশাজীবীদের সচেতনতামূলক সভা শেষ হয়েছে। দুই দিনব্যাপী সচেতনতামূলক সভায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবী, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে জাইকার এ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (১ম ব্যাচ ৩০ জনের) শেষ হয়েছে। সোমবার ও মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ‘২০২০-২১ অর্থবছরের ৫ম পর্যায়ে’ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্ব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা হারুনুর রশীদ হীরা প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন।
২৪ নভেম্বর, ২০২১।