চাঁদপুরে ক্লাসিক ডোর গ্যালারীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
৩০ বছরের গ্যারান্টি নিয়ে চাঁদপুরে যাত্রা শুরু করলো ক্লাসিক ডোর গ্যালারি। গতকাল মঙ্গলবার শহরের ওয়ারলেস এলাকায় চাঁদপুরে ক্লাসিক ডোর গ্যালারীর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. জোবায়ের আহমেদ। মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
ক্লাসিক ডোর গ্যালারীর সদর ডিলার মো. মামুন খান জানান, ক্লাসিক ডোর গ্যালারীতে উন্নতমানের চৌকাঠ, পাল্লা ও দরজা পাওয়া যাবে। এখানে ৩০ বছরের গ্যারান্টি সহকারে কাঠের চৌকাট, পাল্লা, কসমিক পাওয়া যাবে। এছাড়া আরএফএল’র সিজনিং ও ব্রাভো মেটালের সব দরজা পাওয়া যাবে।

১৮ সেপ্টেম্বর, ২০১৯।