স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের আষাঢ়ের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকাল ৫টায় চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দির থেকে পুরান বাজার জগন্নাথ মন্দিরের উল্টো রথ অনুষ্ঠিত হয়। উল্টো রথের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হুমায়ন কবির সুমন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথসহ হাজারো ভক্তরা।
গত ৭ জুলাই বিকাল সাড়ে চারটায় পুরানবাজার জগন্নাথ মন্দির থেকে প্রথম রথযাত্রা বের করা হয়। সে দিন রথের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়।
পুরান বাজার জগন্নাথ মন্দিরের উল্টো রথ কালিবাড়ি মন্দির থেকে ভক্তরা টেনে নিতাইগঞ্জ হয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। রথ চলাকালে হাজার হাজর ভক্ত ধর্মীয় সংগীতের সাথে নেচে গেয়ে আনন্দ করে উল্টো রথ সমাপ্ত করে। একই সাথে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ইসকনের প্রস্তাবিত কেন্দ্রীয় মন্দির থেকে উল্টো রথ বের করা হয়। নতুন বাজার এলাকা ঘুরে পুরান বাজার লোহার পুল এলাকার ইসকন মন্দিরে নিয়ে যাওয়া হয়।
আজ সোমবার বিকালে পুরান বাজার মদন মোহন জিওর মন্দির ও নতুন বাজার গোপাল জিউর আখড়া মন্দিরের উল্টো রথ অনুষ্ঠিত হবে। উল্টো রথযাত্রা উপলক্ষে চাঁদপুর শহরে ছিল পুলিশ প্রশাসনে কড়া নিরাপত্তা বেষ্টনি।
১৫ জুলাই, ২০২৪।