চাঁদপুরে জাতীয় শোক দিবসে অসহায়দের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কনশার্ম বয়েজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। শনিবার (১৫ আগস্ট) দক্ষিণ গুণরাজদী ও চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কনশার্স বয়েজের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো সমৃদ্ধ হতো। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৪৫ বছর চলে গেল আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এ দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক ও মহান ব্যক্তি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ওপারে থাকলেও বেঁচে আছেন আমাদের মাঝে। তাঁর বিয়োগ অপূরণীয়। আজ তার শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত দুঃস্থদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সার্ভেয়ার শেখ ওমর ফারুক, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. খোরশেদ আলম হাওলাদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের পৌর সভাপতি কামরুল হাসান কাউছার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী শেখ রফিক, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য জাহাঙ্গীর ঢালী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিবিড় আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মাহিদ, সদর উপজেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মাজারুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মুন্না তালুকদার, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য রমি পাটওয়ারী, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রনি তালুকদার, চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ কানন, সহ-সভাপতি মিঠু পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট, ২০২০।