
১৫ আগস্ট সব কর্মকর্তার কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক
…….অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
এস এম সোহেল
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হবে। বিগত বছরের মতো এ বছর সব কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। সরকারি সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবস পালনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। দিবস পালনের আগে জেলা প্রশাসনের সাথে আলাপ করে সব উপ-কমিটি চূড়ান্ত করা হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলার ১ হাজার ১শ’ ৪৬ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫শ’ ১৬ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল এবং মোনাজাতের আয়োজন করতে হবে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসনের আয়োজনে অংশগ্রহণ করতে হবে। ১৫ আগস্ট কোন ছুটির দিন নয়, এদিন সব কর্মকর্তাকে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলীমা আফরোজ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মো. মিজানুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারিমন আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদা আক্তারসহ জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
২৯ জুলাই, ২০১৯।