স্টাফ রিপোর্টার
৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চাঁদপুরের ষাটনল থেকে চরআলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার এলাকায় নদীতে সব ধরনের মাছ ধরা সরকার নিষিদ্ধ করার পরও অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধন করছে।
গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিদুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ড স্টেশন ভারপ্রাপ্ত কমান্ডার মো. ইসহাক আলী ও পেটি অফিসার মো. দ্বীন ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থল বড় স্টেশন মোলহেড থেকে শুরু করে রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে ফেলা অবস্থায় প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ৬শ’ ১০ কেজি মা ইলিশ জব্ধ করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিদুজ্জামান জানান, আমরা মেঘনা মোহনা হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালাই।
এ সময় জেলেরা নদীতে ফেলে যাওয়া কারেন্ট জালে আটকানো মা ইলিশ সহ জালগুলো জব্ধ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসি। জব্ধ করা মাছগুলো আমরা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
১৪ অক্টোবর, ২০১৯।