চাঁদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায়

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করায় চাঁদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে এটি’ই চাঁদপুরের প্রথম মামলা।
জানা যায়, চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ ফজল বেপারীর ছেলে স্বপন বেপারী তার (গফ ঝযধঢ়ধহ) ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করেন। এ নিয়ে পুরাণবাজার ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন পাটওয়ারী বাদী হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮/২৫, ২৯, ৩১ ধারায় গত ২ নভেম্বর রাতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, তদন্তের জন্যে ওই এলাকায় গিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে ঘটনা জানতে পেরে বিবাদী স্বপন বেপারী পলাতক রয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল মামলার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।