চাঁদপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

 

সজীব খান
চাঁদপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, ইব্রাহীমপুর ইউপি সচিব সালামত উল্যাহ খান শাহিন, রামপুর ইউপি সচিব মো. রাকিব হোসেন খান, মৈশাদী ইউপি সচিব মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব আনোয়ার, বালিয়া ইউপি সচিব মুনসুর আহমেদ, তরপুরচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি প্রমুখ। এ সময় সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ অক্টোবর, ২০২১।