চাঁদপুরে নিউ বিসমিল্লাহ ফার্মেসীর উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সিএনজি স্ট্যান্ডের বিপরীত পাশে খান ভবনের নিচ তলায় নিউ বিসমিল্লাহ ফার্মেসীর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চিশতীয়া জামে মসজিদের ইমাম মাও. হাবিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নিউ বিসমিল্লাহ ফার্মেসীর প্রোপ্রাইটর মো. জয়নাল আবেদীন, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম কাজল, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ মো. আব্দুল কুদ্দুছ, অ্যাড. হারুনুর রশীদ, তাজুল ইসলাম কাজল, গোলাম মোস্তফা, গোলাম দোস্তগীর, রহমপুর কলোনীর ভূঁইয়া বাড়ি সমজিদের ইমাম হাফেজ মো. হাবিবুর রহমান, আব্দুল মান্নান, চিশতীয়া জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ শাহাদাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নিউ বিসমিল্লাহ ফার্মেসীর প্রোপ্রাইটর মো. জয়নাল আবেদীন বলেন, মানুষের সেবার মানসিকতা নিয়ে এ ফার্মেসীটি দেয়া হয়েছে। ফার্মেসীটি সুন্দরভাবে পরিচালনা ও মানুষকে সঠিক সেবার দেয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০১৯