বৈধ প্রার্থী ৪৬৪ জন
এস এম সোহেল
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য ৩৪৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৯ জনসহ মোট ৪৭২ জন প্রার্থী নির্বাচনের জন্য গত ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। এতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত সদস্যসহ ৮জন মনোনয়ন পত্র বাতিল করা হয়। ১০ ইউপি’র ৪৭২ জন প্রার্থীর মধ্যে ৪৬৪ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়।
যাচাই-বাছাই করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দীক।
জানা যায়, আশিকাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারীর মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। স্যোশাল ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা তার ঋণ ছিল। মনোনয়ন পত্র জমাদানের দিনও তিনি সেই ঋণ পরিশোধ করেননি। মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল বলে গণ্য করেছে। তিনি ২০১৬ সালে ঐ ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। সেই ঋণ বর্তমানে এসে দাঁড়িয়েছে ৩১ লাখ টাকায়। তিনি গত ১৯ অক্টোবর মাত্র ৬ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। অপরদিকে একই ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ড নারী সদস্য প্রার্থী জেসমিন বেগমের ৬৫ হাজার টাকা ব্যাংক ঋণ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এছাড়া চান্দ্রা ইউনিয়নের দু’জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলো ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের ইজাজ মাহমুদ।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম রুশদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বালিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. কামরুল ইসলাম খান ও ৫নং ওয়ার্ডেরর সাধারণ সদস্য প্রার্থী আহসান তালিকদারের মনোয়নয়পত্র বাতিল হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মো. শাওন প্রধানিয়া মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। বাকি সব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
২৪ অক্টোবর, ২০২১।