চাঁদপুরে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ


স্টাফ রিপোর্টার
‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই শ্লোগানে সারাদেশের মতো চাঁদপুরেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার জিহাদুল কবির। পুলিশ সুপার প্রথমে সিএনজি অটোরিকশা চালক ও পরে মার্কেটে আসা মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক আব্দুর রব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খারুল ইসলাম খোকন, উপজেলা সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেন, সহ-সভাপতি সাহেদুল হক মোরশেদ, আশ্রাফুল হক, সদস্য মুরাদ হোসেন খান প্রমুখ।
পরে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন শহরের শাপলা চত্বর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

০৯ আগস্ট, ২০১৯।