স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোটরাবাদ এলাকায় সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জামাল লস্কর নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার কোটরাবাদ বাজারে এঘনাটি ঘটেছে। আহত জামাল লস্কর বর্তমানের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জামাল লস্কর ও পরিবারের লোকজনরা জানান, নজু শেখে আমাদের প্রতিবেশী। তাদের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ চলছিলো। নজু শেখ ও তার পরিবারের লোকজন আমাদের দেখলে বিভিন্ন অহেতুক গালমন্দ ও ঝগড়া করতো। বুধবার সন্ধ্যায় জামাল লস্করকে একা পেয়ে নজু শেখ, শিপন শেখ, সোবহান শেখ, মজিব শেখসহ আরো অনেকে লোকজন মিলে লোহার রড, জিআই পাইপ, লাঠিসোটা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় জামাল লস্করের পিঠে ও পায়ের উরুতে রক্তাক্ত যখম হয়। এতেই তারা ক্ষান্ত হয়নি গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। জামাল লস্করের সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে জামাল লস্করের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মাটিতে পড়ে থাকা আহত জামালকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
১৩ অক্টোবর, ২০১৯।