
চাঁদপুরে প্রথম অনলাইন রক্তদাতা সংগঠন জীবনদীপের উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরে প্রথম অনলাইন রক্তদাতা জীবনদীপের উদ্যোগে রক্তদান ও রক্তের গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর বড়স্টেশন মোলহেড রক্তধারা প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। অনলাইন রক্তদাতা জীবনদীপের সভাপতি অ্যাড. বিণয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমরেড মণি সিংহ স্মৃতি সংসদের সভাপতি কমরেড শেখর দত্ত।
সংগঠনের সদস্য জয়রাম রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমরেড মণি সিংহ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক প্রকৌ. মো. হিলাল উদ্দিন হিলাল ফয়েজী, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালকুদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, কেন্দ্রিয় বার কাউন্সিলের সদস্য মো. বিল্লাল লিজন পাটওয়ারী, কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহীনা সুলতানা ফেন্সী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. খোরশেদ আলম, হাসান আলী স্কুলের সাবেক শিক্ষক নরেন্দ্র নারায়ন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার কল্যাণে, মানুষের বিপদে রক্তাদান মহত কাজ। ডিসেম্বার মাস বিজয়ের মাস। এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করি। আমরা বাঙালি জাতি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। জাতির পিতা আমাদের সোনার বাংলা প্রতিষ্ঠিত না করে দিতে পারলেও একটি অর্থনৈতিক দেশ গড়ার পথ দিয়ে গেছেন। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরো বলেন, আজ আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা সবাই সবার তরে কাজ করবো। বাঙালি জাতি বীরের জাতি, তারা একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তাই আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আজকের এই রক্তাদান কর্মসূচিতে আমরা শপথ নিবো, দল-মত সব ভুলে প্রত্যেকে আমরা পরের তরে কাজ করবো।