চাঁদপুরে বজ্রপাতে যুবক আহত


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বজ্রপাতে খলিলুর রহমান (৩২) নামে এক যুবক গুরতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১টায় চাঁদপুর জুট মিল সংলগ্ন ডাকাতিয়া নদীতে। আহত খলিলুর রহমান বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত খলিলুর রহমান পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার নূরু দেওয়ানের ছেলে।
জানা যায়, চাঁদপুর জুট মিল সংলগ্ন ডাকাতিয়া নদীতে নতুন বাজার এলাকার মুজিবর রহমান নামে এক লোক খাঁচায় মাছ চাষ করে সেখানেই মাছের দেখাশোনা করেন খলিলুর রহমান। নিত্যদিনের মতো শনিবার মাছের খাবার দেওয়ার সময় সেখানেই বজ্রপাতে গুরুত্ব আহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।
আহত খলিলুর রহমানের মা রোকেয়া বেগম জানায়, আমার ছেলে নতুন বাজারের মুজিবর রহমানের মাছের দেখাশোনা করে। মাছের খাবার দেওয়ার সময় সে বজ্রপাতে আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।