চাঁদপুরে বিএনপির আয়োজনে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা বিএনপির আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় অঙ্গীকারের লেকে অনুষ্ঠিত হয়েছে কলেজ পর্যায়ে সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট।
এছাড়া স্কুল পর্যায়ে মেয়েদের অংশগ্রহণে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে সুঁই-সুতো গাঁথা খেলা। একই মাঠে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে মেয়েদের দড়িলাফ খেলা। বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ছেলেদের দৌঁড় প্রতিযোগিতা।
খেলাধুলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, তাঁতী সম্পাদক হুমায়ুন কবির হুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন খান আকাশ, মানিকুর রহমান মানিক, ফয়সাল আহমেদ বাহার, সহ-যুব বিষয়ক সম্পাদক দ্বীন মো. জিল্লু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।
এ ধরনের উৎসবমুখর আয়োজন জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ জনগণও এই আয়োজনকে স্বাগত জানান।

১৭ এপ্রিল, ২০২৫।