স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে বিএনপির ২০ জনের নাম উল্লেখ করে ১৫০/২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে পুলিশ। বিষ্ফোরণ ঘটনাসহ সরকারি কাজে বাঁধা প্রদান করিয়া সরকারি কর্মচারীদের আহত করার অপরাধে চাঁদপুর মডেল থানায় মামলাটি করা হয়। ওই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ছাত্রদলের কর্মী মো. এমরান খানকে প্রধান আগামি করে ২০ জনের নাম উল্লেখ মামলায় অজ্ঞাত ১৫০/২০০ জনকে আগামি করা হয়। মামলা নং ৬৪, তাং- ৩০-১০-১৮।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল জানান, ৩০ অক্টোবর বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ছিলো। কর্মসূচীতে আসা বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল থেকে বিষ্ফোরক দ্রবাদী, রামদা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এসময় এসআই অনুপ চক্রবর্তী, এএসআই মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলার সময় ছাত্রদলের কর্মী মো. এমরান খানকে আটক করা হয়।

