চাঁদপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার


শওকত আলী
গহীন জঙ্গলে ও পাহাড়ে বাস করা একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ চাঁদপুরে উদ্ধার হয়েছে। অবশেষে চাঁদপুরের জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভেনম রিচার্জ সেন্টারের কর্মকর্তারা সাপটি গতকাল মঙ্গলবার তাদের তত্ত্বাবধানে চট্টগ্রাম নিয়ে গেছে। তবে একটি সূত্রে জানা যায়, এ প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপ মানুষকে পেলে খেয়ে ফেলে। এলাকাবাসীর ধারণা পাহাড়ি ঢলে এ সাপটি পানির ¤্রােতে ভেসে চাঁদপুর এসেছে।
জানা যায়, গত সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শহরের কোড়ালিয়া এলাকায় মেঘনা নদীর পাশে একটি পুকুর থেকে রাসেল ভাইপার নামের একটি বিষধর সাপ ধরে স্থানীয় যুবকরা। পরে সেখান থেকে সাপটি উদ্ধার করে কোড়ালিয়া রোড়স্থ সামছল হক পাটওয়ারীর ছেলে অপু পাটওয়ারী তার হেফাজতে রেখে দেয়। ধরার পর সাপটি মারতে এলে স্থানীয় যুবক অপু পাটোয়ারী সাপটি নিজের সংরক্ষণে নিয়ে নেয়। পরে সাপটি দেখার জন্য স্থানীয় অনেক নারী ও পুরুষ ভিড় জমায়।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব জানান, আমরা রাসেল ভাইপার নামের একটি বিষধর সাপ গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভেনম রিচার্জ সেন্টারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি। এর আগে স্থানীয়রা এক মাস আগে একই প্রজাতির একটি সাপ পিটিয়ে মেরে ফেলা হয় বলে জানা যায়।

২১ আগস্ট, ২০১৯।