চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে চাল বিতরণ


সজীব খান
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩ শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে চাল বিতরণ করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মৃনাল কান্তি সাহা, সাংগঠনিক সম্পাদক মহসিন পাঠান, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, আ. মান্নান মিজি, সাধন সরকার, রৌশন বেপারী, জাহাঙ্গীর, আবুল কালাম তপাদার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন সরকার জয়।
এ সময় কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতী জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এভাবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় অনুদান দেয়ার জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

২২ আগস্ট, ২০১৯।