চাঁদপুরে মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মদের মৃত্যু

আজ হাজীগঞ্জে গ্রামের বাড়িতে দাফন

স্টাফ রিপোর্টার
বিডিআর’র অবসরপ্রাপ্ত সদস্য (বর্তমান বিজিবি) মুক্তিযোদ্ধা আলহাজ মো. মুনসুর আহম্মদ শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে চাঁদপুর শহরে তার মমিনপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মদের মুক্তিবার্তা লাল বই নং গেজেট – ৪১৫৫, ভারতীয় ভলিউম ৩৪৫২১। তিনি সরকারি মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত একজন। তিনি অত্যন্ত সদালাপী এবং ভালো মনের মানুষ ছিলেন।
রোববার সকাল ১০টায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মদকে হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে নিজ বাড়ির কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

১৩ জুন, ২০২০।