শাহ্-আলম খান
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর পানি বিপদসীমার ৪.৪১ সেন্টিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে শহর, সদর উপজেলা ও হাইমচর উপজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোর থেকে জোয়ারের পানি বৃদ্ধি হতে থাকে। পর্যায়ক্রমে সকাল ১০টা পর্যন্ত পানি বৃদ্ধি পায়। এরপর থেকে আবার ভাটা শুরু হয়। জোয়ারের পানিতে শহরের বঙ্গবন্ধু সড়ক, নিউ ট্রাক রোড, বাগাদী সড়কের ইচলী এলাকাসহ শহরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অস্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে।
শহরের জলাবদ্ধ এলাকায় সকাল সোয়া ১০টায়ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। সড়কে পানি উঠার কারণে ময়লা পানির মধ্যেই শিশু-কিশোরসহ সব বয়সী মানুষকে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে দৈনিক খেটে খাওয়া শ্রমিকদের ভোর থেকে কাজে নেমে পড়তে দেখা গেছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মেঘনার পানি ৪.৪১ সেন্টিমিটার ছিলো। তবে ভাটায় আরো কমবে। বিকেলে জোয়ারে পানি বৃদ্ধি হওয়ার আশঙ্কা বেশি।
২৪ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার ৪.৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত