চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইলিশের সাথে দেশীয় মাছের প্রজনন বাড়াতে হবে
…….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
আগামি ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ নদী ও উৎপাদনশীল নদী ব্যবস্থাপনার উপর ভিত্তি করে আমাদের আগাতে হবে। রিভার ইকেনোমিক জোন হিসেবে চাঁদপুরের নদীগুলোকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র ইলিশ মাছের উপর দৃষ্টি দিলে চলবে না। সাথে সাথে আমাদের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজননের দিকে নজর রাখতে হবে। মৎস্য সপ্তাহের মেলাকে ভ্রাম্যমাণ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মৎস্য সপ্তাহ পালন করতে হবে। তাছাড়া নিরাপদ ও উৎপাদনশীল নদীর উপর শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন করা যেতে পারে। তাহলে আমাদের প্রজন্ম মৎস্য সপ্তাহ কী এবং কেন তা জানতে পারবে। মৎস্য সপ্তাহ শুধু মাছ নয়, নদী পানি ও স্থানীয়রা কী করছে তাও দেখার বিষয়।
জেলা প্রশাসক বলেন, আগে যেমন সবজি কিনতে বাজারে যেতে হত এখন আর বাজারে যেতে হয় না। সবজি এখন আপনার বাড়ির সামনেই চলে যায়। মা ইলিশ রক্ষায় আনন্দ বাজার, আখনের হাট, রাজরাজেশ্বরে অসাধু জেলেদের যেমনি মেলা বসে তেমনি মৎস্য সপ্তাহের মেলা আরো বেশি জাকঝমক করতে হবে। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নেতৃত্ব দিতে হবে। এছাড়া কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ সর্বস্তরের জনগণকে এই মৎস্য সপ্তাহের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বড়-বড় লঞ্চগুলোতে মৎস্য মেলার আয়োজন করতে হবে। তাহলে এটি আরো বেশি প্রচার লাভ করবে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, কোস্টগার্ড কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, মৎস্যজীবী নেতা মালেক দেওয়ান, কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মলি¬ক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

৭ ‍জুলাই, ২০১৯।