এস এম সোহেল
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত সোমবার চাঁদপুর জেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
দিবস উপলক্ষে জেলা প্রশাসনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু। তোপধ্বনি শেষে অঙ্গীকার বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুব রহমান সুমন, জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা আনসার ও ভিডিপি, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, এলজিইডি চাঁদপুর, জেলা সমাজ সেবা অধিপ্তর, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, জেলা মৎস্য দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা জাকের পার্টি ও চাঁদপুর জেলা শিক্ষা অফিস।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন- চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর সদর মডেল থানা, চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ, চাঁদপুর পৌর কর্মচারী সংসদ, জাতীয় মহিলা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণ।
চাঁদপুর জেলা বিএনপি অফিসের সামনে থেকে সকাল ৯টায় বিজয় দিবসের র্যালি নিয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।
সূর্যোদয়ের সাথে-সাথে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলিত হয়। সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কেন্দ্রিয় শহীদ মিনারে ৩ দিনব্যাপী চারু, কারু ও শিল্প মেলার উদ্বোধন করা হয়।
বেলা ১১টায় চাঁদপুর ক্লাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। দিনব্যাপী যেসব উপজেলায় সিনেমা হল রয়েছে সেসব সিনেমা হলে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। সুবিধাজনক সময়ে দুপুর হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মুক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
১৮ ডিসেম্বর, ২০২৪।