স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
মহামারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোববার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর হাসপাতাল, সরকারি কলেজ, পিবিআই চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার, চাঁদপুর জেলা কারাগার, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তর, ব্র্যাক চাঁদপুর, চাঁদপুর জেলা সড়ক বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর এবং স্কুলসহ অন্যান্য সরকারি দপ্তর ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে আবহাওয়া ও পরিবেশ ভাল থাকলেও পুষ্পস্তবক অর্পণের শেষ সময়ে বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যথাসময়ে উপস্থিত হন। জেলা প্রশাসন কর্তৃক গঠিত পুষ্পস্তবক অর্পণ বাস্তবায়ন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ হয়।
অপরদিকে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচির আলোকে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় সেখানে অস্থায়ীভাবে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে নেতাকর্মীবৃন্দ।
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বেলা ২ টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ঐ দিন শাহাদাতবরণকারী সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর হাফেজ মো. রুহুল আমিন।
এছাড়া জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। সকাল ১১টায় জেলা, উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা সভা। ভার্চুয়ালের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-স্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রাতযোগিতা। দুপুরে সরকারি হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারের মাঝে উন্নত খাবার পরিবেশন। বাদআছর জাতির জনকের আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া, সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়।
১৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন