স্টাফ রিপোর্টার
হাতিয়া-ঢাকা রুটে চলাচলকারী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে আনুমানিক ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড। গতকাল রোববার ভোর রাতে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর কোস্টগার্ডে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদসহ কোস্টগার্ড সদস্যরা।
জানা যায়, হাতিয়া-ঢাকা রুটে চলাচলকারী এম ভি তাসরিফ-৩ লঞ্চে অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে আনুমানিক ৮০০ কেজি জাটকা ইলিশে জব্দ করে।
এসব জব্দকৃত জাটকা ইলিশ কোস্ট গার্ড স্টেশনে এতিমখানা, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, নদীতে সব ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা আটকে চাঁদপুরের কোস্টগার্ড তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগাডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ