
একটিভ মাদার্স ফোরাম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে …….জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
প্রেস বিজ্ঞপ্তি
‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন: চাই কার্যকর অ্যাকটিভ মাদার্স ফোরাম’ শীর্ষক কর্মশালা গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সহযোগিতায় চাঁদপুর জেলার কর্মরত উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল মজুমদার ও ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটিভ মাদার্স ফোরাম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই ফোরামকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং তাদের একটিভ করতে হবে। সেজন্যে প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। একটিভ মাদার্স ফোরামকে অধিকতর সক্রিয় করতে তিনি বিভাগীয় বিভিন্ন সভায় এ বিষয়ে আলোচনা করার আহবান জানান। আমি আশা করছি চাঁদপুর জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরামসমূহ আরো সক্রিয় হয়ে ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, কিছু কিছু এলাকায় একটিভ মাদার্স ফোরাম খুবই ভালো কাজ করছে। অন্যান্য কমিটিগুলোর পাশাপাশি একটিভ মাদার্স ফোরামকেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজে লাগানোর জন্য তিনি সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পরামর্শ দেন।
সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, সর্বপ্রথম সনাক-চাঁদপুর উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদার্স ফোরাম গঠন করেছে। শুরুতে মায়েদের মধ্যে খুবই জড়তা ছিল। পরবর্তীতে আমরা তাদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করি। কিন্তু বর্তমানে তাদের মধ্যে কোন জড়তা নেই। তারা এখন যেকোন ফোরামে বিদ্যালয়ের সমস্যা নিয়ে কথা বলছে। তিনি সরকারি বিদ্যালয়গুলির পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোতেও একটিভ মাদার্স ফোরাম গঠন আহ্বান জানান।
তিনি বলেন, আমি মনে করি একটিভ মাদার্স ফোরাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই কমিটিগুলোকে সক্রিয় রাখার জন্য শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানার পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ডা. পীযুষ কান্তি বড়–য়া। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরামকে কার্যকর করতে শিক্ষা কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক উপস্থাপনা করেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান।
উপস্থাপনার উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, মো. জয়নাল আবেদীন, রাবেয়া আক্তার ও একে এম মিজানুর রহমান প্রমুখ।
মুক্ত আলোচনাটি পরিচালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রধান চ্যালেঞ্জ নিরসনে সুপারিশ ও দায়িত্ব পালনে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায় বিষয়ে ভিপ কার্ডের মাধ্যমে আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সনাকের সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. শাহিনুল মজুমদার ও ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান।
কর্মশালায় চাঁদপুর জেলার কর্মরত উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সনাক সদস্যবৃন্দ, টিআইবি কর্মীবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ সেপ্টেম্বর, ২০১৯।