
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপি জেলার আলীগঞ্জে প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার সহযোগিতায় এই কর্মশালায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। যারা জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, কালের কণ্ঠ-শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খান প্রমুখ।
এসময় ইনস্টিটিউটের বেশ কয়েকজন প্রশিক্ষক এবং কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা তাদের প্রতিক্রিয়া জানিয়ে মতামত তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি বলেন শিক্ষকদের মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনার প্রেরণা। এমন মহতী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
প্রশিক্ষণে সমন্বয়ের দায়িত্ব পালন করেন রফিক আহমেদ মিন্টু। তাকে সহযোগিতা করেন বিমল দে, বিচিত্রা সাহা, রিয়া চক্রবর্তী, অনিক নন্দী, দেবলিনা দাস প্রমুখ।