চাঁদপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চাঁদপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর হাতে তৈরী সংগঠন জাতীয় শ্রমিক লীগ

স্টাফ রিপোর্টার
জাতীয় শ্রমিক লীগের গৌরবের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের হাতে তৈরী সংগঠন জাতীয় শ্রমিক লীগ। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে সব মেহনতী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সব সময় আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, এজন্য আমি শ্রমিক লীগের সব নেতাকর্মীর কাছে প্রতি কৃতজ্ঞ।
চাঁদপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আলাউদ্দিন ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক রহিম ঢালী, সহ-ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক নুরু গাজী, সদস্য আলম হাজি, ইমান হোসেন, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, কৃষি ব্যাংক শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম ফুটন, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মিজি, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, জেলা সিএনজি শ্রমিক লীগের সভাপতি কাজী শাহরিয়া হোসেন ওমর ফারুক, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলী, চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, জুয়েল পাটওয়ারী, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়া, হাইমচর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ কাজী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, হাজিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি গাজী নূর হোসেন, হাজিগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি মো. বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শুক্কুর মিয়া, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, বাবুরহাট আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মাল, বিআইডব্লিটিএ শ্রমিক লীগের সভাপতি আক্তার হোসেন, পল্লী উন্নয়ন শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন, গণপূর্ত বিভাগ শ্রমিক লীগের সভাপতি সরোয়ার হোসেন, ১৫০ মেগাওয়াট গ্রিডের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন টিএন্ডটি শ্রমিক লীগের সভাপতি মো. সিরাজ মিয়া। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান।

১৩ অক্টোবর, ২০১৯।