শেখ হাসিনা সরকারের বিকল্প নাই
….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিগত ১৫ বছর আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এসময় আমি যত উন্নয়ন করতে পেরেছি, তা আপনাদেরই জন্য। কারণ আপনারা নির্বাচিত না করলে আমি পররাষ্ট্রমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেতাম না। আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন।
বুধবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) সংসদীয় আসনে গত ৩ বছরে (২০২১-২০২৩) বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়মূলক কাজ উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি এমপি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন মানুষের কল্যাণের জন্য কাজ করেন। দেশের কল্যাণে কাজ করেন। যে কল্যাণের কথা আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্তের আজানে বলা হয়ে থাকে। তিনি দেশের প্রতিটি অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। ভূমিহীনদের ঘর করে দিয়েছেন। তাই শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
নিজের নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও কর্মী-সমর্থকদের উদ্দেশে দীপু মনি বলেন, সামনে নির্বাচন। আমি নির্বাচনের আগে কোনো ওয়াদা করতে চাই না। কারণ আপনারা বিগত দিনে যেসব উন্নয়ন কাজের জন্য আমার কাছে বলেছেন, আমি তা সাধ্যমতো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আগামিতে আবার আপনারা সুযোগ করে দিলে আমি কাজ করবো। কারণ চাঁদপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে।
তারেক জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার এক পুত্র মারা গেছেন, আরেক পুত্র বেঁচে আছেন। তিনি দেশের জন্য কী করছেন? তিনি লন্ডনে বসে বাংলাদেশে সন্ত্রাসী হামলার নির্দেশ দেন।
তিনি লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করেন উল্লেখ করে তিনি বলেন, লন্ডনে বসে একই নির্বাচনী এলাকায় একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেন টাকার বিনিময়ে। আর বঙ্গবন্ধু কন্যার পুত্র ও কন্যা কী করছেন? আর তারা কি করছেন? কথায় বলে ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। ’
মন্ত্রী বলেন, আজ আমরা সঠিক পথ বেছে নেব। আমাদের সন্তানেরা যেন বিপথে না যায়। সন্ত্রাসী ও জঙ্গি না হয়। কারণ লন্ডনে বসে যিনি কাজ করেন, ষড়যন্ত্র করেন, তিনিই সন্ত্রাসী ও জঙ্গিবাদের মূল হোতা। আমরা আমাদের সন্তানদের সে রকম জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে চাই না। আমরা চাই, তারা জ্ঞানে-বিজ্ঞানে ও প্রযুক্তিতে বড় এবং ভালো মানুষ হবে। আইনসম্মত যে কোনো পেশায় সে কাজ করে সুখী হবে। তাই আমাদের সে নেতৃত্বই বেছে নিতে হবে, যে নেতৃত্ব আমাদের সে পথেই নিয়ে যায়। সে কারণে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই জাতির পিতা ও আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। গত ১৫ বছরে যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে নিরবচ্ছিন্ন সড়ক ও রেলযোগাযোগ স্থাপনের জন্য পদ্মা সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, তিস্তা সেতু, পায়রা সেতু, দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী সেতুসহ শত শত সেতু, সড়ক, মহাসড়ক নির্মাণ, পুনঃনির্মাণ করেছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের নেতা-কর্মী ও সমর্থকরা লড়াই-সংগ্রাম ও মানুষের আস্থা অর্জন করে আওয়ামী লীগকে জনমানুষের সংগঠনে পরিণত করেছে। ‘আমি বিশ্বাস করি, আমাদের নেতা-কর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে এবং জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতাবিরোধী সা¤প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি-বিদেশি অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যে কোন অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা দেশের সব ভূমিহীন-গৃহহীনকে বাড়ি নির্মাণ করে দিচ্ছি। ১৯৯৭ থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছি। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের সরকার জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করেছে। এ হত্যাকান্ডের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়। ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছে এবং রায়ও কার্যকর করা হচ্ছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে, ফলে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাÐের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলার সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোবারক হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, জেলা যুব মহিলা লীগের সভাপতি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাছরিন আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্বাস উদ্দিন, চান্দ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এটিএম মোস্তফা হামিদী, হাইমচর আলগী বাজার জামে মসজিদের ইমাম মাও. জিল্লুর রহমান, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানারা বেগম, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী মালিয়া বিনতে মালিক, হাইমচর চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ লিটন, শ্রমজীবী মরহুম বাবুল বিশ্বাসের সহধর্মিণী জান্নাতুল বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি রোটা. আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নূর খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, পৌর যুবলীগের আহŸায়ক আব্দুল মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের আহŸায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম-আহŸায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুগ্ম-আহŸায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, আতাউর রহমান পারভেজ, বর্তমান সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের হাজার-হাজার নেতাকর্মী।
উল্লেখ্য, চাঁদপুর স্টেডিয়ামে বতমান সরকারের (২০২১ ও ২০২৩) তিন বছরের শতাধিক বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-হাইমচরের সংসদ সদস্য ডা. দীপু মনি। বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- চাঁদপুর গণপূর্ত বিভাগের ১টি, চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৪টি, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬৫টি, চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২টি, চাঁদপুর বিএডিসি (ক্ষুদ্র সেচ) জোন এর ১টি, চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ১০টি।
চাঁদপুর ও হাইমচরে সরকারের দৃশ্যমান কাজগুলো হলো- লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনে উদ্বোধন, ইশায়াতিল উলুম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনে উদ্বোধন, মনিহার জি এম বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনে উদ্বোধন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনে উদ্বোধন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, লক্ষীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ওছমানিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ছোটসুন্দর এ, আলী উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, নানুপুর উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ডি এন উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ফরক্কাবাদ আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মান্দারী আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, শাহ্তলী কামিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ডাসাদী উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হোসাইনপুর আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চান্দ্রাবাজার ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দাসাদী ডিএসআইএস কামিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, পশ্চিম সকদী আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, হাইমচর গাউসুল আজম সবরিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর কমলাপুর দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর গন্ডামারা আবু বক্কর সিদ্দিক ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, সকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর চরভৈরবি উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, হাইমচর চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন, দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন, হাইমচর জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর কে. ভি.এন উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর গন্ডামারা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১লা একাডেনিক ভবরে ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজের গ্রন্থাগার কক্ষের আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, হাইমচর উপজেলাধান জনতা বাজার ২য় তলা ভবন (৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট) গ্রামীণ বাজারের মার্কেট ভবনের উদ্বোধন।
এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর জেলা মডেল মসজিদ ৪তলা ভিত বিশিষ্ট ‘এ’ পাইপ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ১০তলা ভিত বিশিষ্ট ১০তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০তলা ভিত বিশিষ্ট ৮তলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর সরকারি কলেজ ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন রাজারহাট বাজার-সোলেমান কন্ট্রাকটর বাড়ি নতুন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন হেডকোয়ার্টার-লালপুর জিসি (ইব্রাহিম বি.টি) সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাজু’র তোরণ এবং সীমানা প্রাচীরের উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজের পুকুর পাড়ের গাইড ওয়াল এবং অভ্যন্তরীণ রাস্তার উদ্বোধন, চাঁদপুর সদরে রুরাল পাইপ ওয়াটার স্কিম ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর বিএডিসি (ক্ষুদ্রসেচ) জোনের ৩ তলা বিশিষ্ট অফিস ভবন কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ঢালীরঘাট-উত্তর ইচলী নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন বিমলেরগাঁও আবদুল খায়ের মাষ্টার বাড়ি নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, কল্যাণপুর ইউনিয়নের পাঠান বাড়ির সামনে খালের উপর দৈর্ঘ্য-১২মি. সেতু নির্মাণ উদ্বোধন, বাংলা বাজার কেয়ারের রাস্তা থেকে আলী আহম্মদ কবিরাজের বাড়ি হয়ে আব্দুল সমান কবিরাজের বাড়ির ব্রীজের গোড়া পর্যন্ত ও কল্যাণপুর ১নং ওয়ার্ড আমানউল্লাপুর ইঞ্জিনিয়ার আইয়ুব খানের বাড়ি থেকে মিজান খানের বাড়ি জামে মসজিদ রোড পর্যন্ত এইচবিবি বরণ ১০০০ মিটার উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন আশিকাটি ইউনিয়ন পরিষদ-ঘোষ বাড়ি সড়ক উন্নয়ন নতুন কাজের উদ্বোধন, কল্যাণপুর ইউনিয়নের পশ্চিম কল্যান্দী গ্রামের মসজিদের সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, হাইমচর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধন, সাকুয়া ইউপি থেকে হানারচর ইউপি রোড পর্যন্ত ২৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন, শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী সি এন্ড বি রাস্তা থেকে বাচ্চু মিজির বাড়ির অভিমূখে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ কাজের উদ্বোধন, ছোট সুন্দর বাজার পূর্ব পাশের সেতু থেকে জমজমিয়া গুদির খাল খনন উন্নয়ন কাজের উদ্বোধন, মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরহাট বাজারের পূর্ব পার্শ্বের খালের উপর ১৫ মিটার সেতু নির্মাণ কাজের উদ্বোধন, বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা ইচলী রাস্তায় গাজী বাড়ির সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, পূর্ব হোসেনপুর দেলু সর্দার বাড়ি থেকে রালদিয়া কালিভাংতি ব্রিজ পর্যন্ত খালের উন্নয়ন কাজের উদ্বোধন, বালিয়া ইউনিয়নের ইচলী ছাত্তার পাটওয়ারী বাড়ির সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, তালুকদার বাড়ি খাল থেকে পাইকাস্তা লালু মেম্বার বাড়ি হয়ে রালদিয়া ছৈয়াল বাড়ি সেতু পর্যন্ত খালের উন্নয়ন উদ্বোধন, চান্দ্রা ইউনিয়নের মদনা-গুলিশা আনোয়ার হোসেন পাটওয়ারী বাড়ির সামনে খালের উপর ১২ মিটারের সেতু নির্মাণ উদ্বোধন, বিষ্ণুপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ/খালেক মিজির বাড়ির সামনে খালের উপর ১৪ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, চান্দ্রা ইউনিয়নের পশ্চিম বাখরপুর আ. রব খাঁর বাড়ির উত্তর পাশে ফয়েজ খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন করেন।
০২ নভেম্বর, ২০২৩।