ফরিদগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ মাসের কারাদণ্ড

নবী নোমান
ফরিদগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ইউছুফ আলী কাজল (৫০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ২৫ জানুয়ারি বিকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।
জানা গেছে, দীর্ঘদিন যাবত আলোনিয়া এলাকায় ফসলি জমি থেকে টপসয়েল কেটে ব্যবসা কওে আসছে ইউছুফ আলী কাজলসহ একটি চক্র। এরই প্রেক্ষিতে ওই চক্রের প্রধান বালিখেকো ইউছুফ আলী কাজলকে শনিবার ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড প্রদান করে।
এসময় চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ফরিদগঞ্জ থানার এএসআই আহাল উল্যাহ নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করে। ইউছুফ আলী কাজল পাশর্^বর্তী গাজী নগর এলাকার নুরুল ইসলামের ছেলে। পরে পুলিশ ইউছুফ আলী কাজলকে আটক করে নিয়ে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

২৭ জানুয়ারি, ২০২৫।