স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহয়তা/অনুদানের জন্য আবেদনকারী অসুস্থ/অসচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের কাগজপত্র যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষের প্রতিনিধি ও কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন খান এবং কমিটির সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
০৩ জানুয়ারি, ২০২৫।