চাঁদপুরে সুজন-এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

dav

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে রেন্ট-এ-কার পরিবহন চালক, অটোরিক্সাচালক ও যাত্রীদের মাঝে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। চালক ও যাত্রীদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, কার্যকরি কমিটির সদস্য আ. সালাম আজাদ জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, মঙ্গলবার দুই শতাধিক মানুষের মাঝে উন্নতমানের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এর আগে গত ১৬ জুলাই সুজন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে চাঁদপুর শহরে ৫শ’ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
২৬ আগস্ট, ২০২০।