চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আটক

স্টাফ রিপোর্টার
নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে শহরের হাজি মহসীন রোডে মেট্রো বেকারী থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।
এস এম জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারী নামে খাবার তৈরি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
থানা পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এ নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যে কারণে থানার এসআই মকবুলের নেতৃত্বে তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, আটক আসামির বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

০৩ ফেব্রুয়ারি, ২০২৫।