সব ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে
স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে জরুরী সভা করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন।
তিনি তার বক্তব্যে বলেন, আগামি ১১ নভেম্বর চাঁদপুরের যে সব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে সে সব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে আমরা কাজ করবো। কোনো বিদ্রোহী প্রার্থীর পক্ষে কেউ কাজ করবো না। তারা দলের ভাবমূর্তি নষ্ট করে। এরা দলের ভাল চায় না।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের-সহ সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাউছার, পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কিরন ভূঁইয়া, রাসেল আহমেদ, নাসির উদ্দীন নিশান, সাইফুল ইসলাম রাসেল, খলিলুর রহমান, মহসিন পাটোয়ারী, মো. সোহাগ খান, কামরুল হাসান সোহেল, রুবাইত আহমেদ উৎস, রায়হান আহমেদ রত্ন, দেলোয়ার হোসেন, রিফাতুল ইসাম তারেক, মো. সেলিম, সজিবসহ আরো অনেকে।
২৭ অক্টোবর, ২০২১।