চাঁদপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ

 

পিআইবির আয়োজনে

চাঁদপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে চাঁদপুর জেলার সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামি ৩০ আগস্ট প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণ উদ্বোধন ও দিনব্যাপী অনুসন্ধানী ও ডেপথ রিপোর্টিং এর মধ্যে পার্থক্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাসের প্রভোস্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।

পিআইবি প্রশিক্ষক ও প্রশিক্ষণের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।

প্রশিক্ষণের বিষয়ের উপর উন্মুক্ত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, যমুনা টিভি ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার শাহ্ মো. মাকছুদুল আলম, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বিএম হান্নান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক কালের কণ্ঠ ও সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন লিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের বার্তা সম্পাদক ইব্রাহীম রণি।

 

২৯ আগস্ট, ২০১৯।