স্যামসাংয়ের স্মার্ট মোবাইলফোন কিনে
স্টাফ রিপোর্টার
বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের ‘বছর শেষ অফার বেশ’ এই অফারের আওতায় স্মার্টফোন কিনে টিভি এবং ফ্রিজ বিজয়ীদের মাঝে উপহার হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৃথকভাবে সৌভাগ্যবান দুইজন স্মার্টফোন ক্রেতার হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
গত কয়েকদিন আগে স্যাংমসাং স্মার্টফোন ক্রয় করেন অনেকেই। এদের মধ্যে জেলার ফরিদগঞ্জের জয় কুরি ফ্রিজ এবং চাঁদপুর সদরের সিহাব রাসেল খান ও মতলবের শামছুর রহমান প্রধান টিভি সেট উপহার পেলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং চাঁদপুরের পরিবেশক আলমগীর হোসেন আলম, স্যামসাং চাঁদপুরের টেরিটরি ম্যানেজার অমিত সরকার, ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ সৌরভ ঘোষ, বিক্রয় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ শহরের বিশিষ্টজনেরা।
আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘বছর শেষ অফার বেশ’ স্যামসাংয়ের বিশেষ এই অফার চলবে।
২৯ ডিসেম্বর, ২০২০।