চাঁদপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কর্তৃক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার ভোর ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর শহরের বাবুরহাট ও পশ্চিম কুমারডুগি (গাজি বাড়ী) অভিযান করে মো. ওমর ফারুক (৩০) এর দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ফারুকের তথ্য মতে আবেদ গাজী (৪৩) বসতঘর তল্লাশি করে আরো ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৮ মে, ২০২০।