স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ৪ আইনজীবী স্মরণে শোকসভা ও ফুলকোর্ট রেফারেন্স পালন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির মারা যাওয়া ৪ জন আইনজীবী হলেন- অ্যাড. মোহাম্মাদ এহসানুল গণি পাটওয়ারী, অ্যাড. মো. আবুল বাশার পাটওয়ারী, অ্যাড. মো. বুলবুল আহছান ও আলহাজ অ্যাড. মো. আবু তাহের পাটওয়ারী।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার (১৮ নভেম্বর) সকালে শোকসভার আয়োজন করা হয়। শোকসভা শেষে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়। এ সময় বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের এজলাসে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী কাজী মোজ্জামেল হক।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সমম্পাদক অ্যাড. এমরান হোসেন ও সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রুহুল আমিন-১, অ্যাড. শেখ আ. লতিফ, অ্যাড. শেখ আ. জহির, অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. শীতল ঘোষ, অ্যাড. শাহাআলম ফরাজি, অ্যাড. শাহাদত হোসেন, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. জসিম প্রধান, অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী, অ্যাড. আলম খান মঞ্জু প্রমুখ। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. জামিল হায়দার বুলবুল।
উল্লেখ্য, অ্যাড. মোহাম্মাদ এহসানুল গণি পাটওয়ারী গত ১১ জুলাই, অ্যাড. মো. আবুল বাশার পাটওয়ারী ১২ জুলাই, অ্যাড. মো. বুলবুল আহছান ৫ অক্টোবর ও আলহাজ অ্যাড. মো. আবু তাহের পাটওয়ারী ৫ নভেম্বর মারা যান।
১৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ৪ আইনজীবী স্মরণে শোকসভা ও ফুলকোর্ট রেফারেন্স