চাঁদপুরে ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরও ৭জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৭টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬.৫৪%।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১শ’ ২৪ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২শ’ ৪১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৮শ’ ৪৭ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬ জন। এরমধ্যে ৩ জন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও অন্যরা হোম আইসোলেশনে আছেন।

০৫ জানুয়ারি, ২০২২।