স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৫৯ জন মনোনয়ন ফরম জমা দেন। গতকাল রোববার প্রার্থী যাচাই-বাছাইয়ে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। ফলে আসন্ন নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন।
মনোনয়ন পত্র বাতিল হওয়াদের মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ১ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৪ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ২ জন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেনঃ চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশারফ হোসেন। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটের বৈধতা পাওয়া যায়নি। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটের বৈধতা পাওয়া যায়নি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- প্রার্থী হিসেবে তিনি স্বতন্ত্র অথবা দলের নাম উল্লেখ না করা। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. সালেহ। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটের বৈধতা পাওয়া যায়নি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটের বৈধতা পাওয়া যায়নি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন নসু। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- মনোনয়ন পত্রে অসম্পূর্ণ কাগজ-পত্র। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এলডিপি’র মনোনীত প্রার্থী নেয়ামুল বশির। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- ব্যাংকে ঋণ খেলাপীর অভিযোগ রয়েছে। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খোরশেদ আলম খুশু। তার মনোনয়ন বাতিল হওয়ার কারণ- ব্যাংকে ঋণ খেলাপীর অভিযোগ রয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
Post navigation
